হবিগঞ্জে ভোট কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

মো. এমদাদুল হকছবি: সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মো. এমদাদুল হক (৪৫) নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার উমেদনগর পৌর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এমদাদুল হক হবিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনা সদরে।

এমদাদুল হক আগ থেকেই অসুস্থ ছিলেন ও প্রচুর ঘামছিলেন। সকাল ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম

সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে হঠাৎ করে অসুস্থতা অনুভব করেন এমদাদুল। পরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মঈন উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি (এমদাদুল হক)।’

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, এমদাদুল হক আগ থেকেই অসুস্থ ছিলেন ও প্রচুর ঘামছিলেন। সকাল ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এমদাদুল হকের বাড়ি পাবনা সদরে। তিনি হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে কর্মরত ছিলেন।

আরও পড়ুন