সান্তাহারে মোটরসাইকেল থামিয়ে যুবকের বুকে চাকু ধরে লাখ টাকা ছিনতাই

ছিনতাই
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের কলাবাগান এলাকায় সাজু হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেলচালকের চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে ও বুকে চাকু ধরে এক লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেল পৌনে চারটার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সাজু হোসেন আদমদীঘি সদরের মুক্তা চালকলের ব্যবস্থাপক। তাৎক্ষণিকভাবে তিনি সান্তাহার পুলিশ ফাঁড়িতে গিয়ে এ বিষয়ে মৌখিক অভিযোগ করেছেন।

সাজু হোসেন প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে তিনটা নাগাদ সান্তাহার শহরের ইসলামী ব্যাংক শাখা তিনি এক লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে আদমদীঘি যাচ্ছিলেন। পথে আশা পেট্রলপাম্পের পূর্ব পাশে পৌঁছালে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে তাঁর পথ রোধ করেন এবং দ্রুত চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এরপর তাঁরা বুকে চাকু ধরে তাঁর ব্যাগে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ সময় তাঁর চিৎকারে লোকজন ছুটে আসেন এবং চোখেমুখে পানি দিয়ে তাঁকে সুস্থ করেন।

চালকলের মালিক আবদুল মোত্তাকিন বলেন, বিষয়টি আদমদীঘি থানা ও সান্তাহার টাউন পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই (উপপরিদর্শক) রাকিব হোসেন মৌখিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের আটকে তৎপরতা চলছে।