পাইকগাছায় বাসচাপায় দুজনের মৃত্যু, আহত ৩

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগরের শ্মশানঘাট এলাকায় বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী মারা গেছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই দুজন হলেন শাহিদা বেগম (৬৫) ও সজীব (২০)। সাহিদা বেগমের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামে আর সজীবের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামে।

আহত তিনজন হলেন তালা উপজেলা সদরের ইতি বেগম (২৫), গঙ্গারামপুর গ্রামের আনোয়ারা বেগম (৭০) ও নলতা গ্রামের মেহেদী হাসান (২০)। আহত ব্যক্তিদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে খুলনা থেকে পাইকগাছাগামী একটি যাত্রীবাহী বাস কাশিমনগরের শ্মশানঘাট এলাকায় একটি ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি পাশের খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান শাহিদা বেগম। তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সজিবকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। অন্যরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় দুপুর পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি।