তারাগঞ্জে বাল্যবিবাহের আয়োজনে কনের বাড়িতে হাজির ইউএনও, দুজনকে জরিমানা
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাল্যবিবাহের আয়োজন চলছিল। বরপক্ষের লোকজন কনের বাড়িতে চলেও আসেন। এরই মধ্যে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই বাড়িতে গিয়ে হাজির হন। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে পাঁচ হাজার টাকা ও বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি।
গতকাল শুক্রবার রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে এ ঘটনা ঘটে। একই সঙ্গে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন মেয়েটির বাবা।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে পাশের গ্রামের তরুণ নওয়াব আলীর (২০) বিয়ের আয়োজন চলছিল। গতকাল রাত ১১টার দিকে বরযাত্রীও চলে আসেন কনের বাড়িতে। খবর পেয়ে ইউএনও রুবেল রানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
ইউএনও রুবেল রানা বলেন, পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭–এর আওতায় মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা ও বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মেয়েটির বাবা বলেন, ভুল বুঝে অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন। ইউএনও তাঁর চোখ খুলে দিয়েছেন। তাই মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন, মেয়েকে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত বয়সে বিয়ে দেবেন।