ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। আর আলোকিত মানুষ হতে হলে বেশি বেশি বই পড়তে হবে। নিজেকে আধুনিক মানুষ হিসেবে গড়ে তুলতে হলে নিয়মিত সংবাদপত্র পড়তে হবে।
আজ শুক্রবার মাগুরায় প্রথম আলো-শিখো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আবদুল হাকিম বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মাগুরার নোমানী ময়দানে বসে মেধাবীদের মিলনমেলা। সকাল আটটা বাজার সঙ্গে সঙ্গে কৃতী শিক্ষার্থীরা নোমানী ময়দানে জড়ো হন। নিবন্ধিত শিক্ষার্থীদের অভিনন্দন ও সম্মাননা স্মারক বিতরণের পর নোমানী ময়দানের আসাদুজ্জামান মিলনায়তনে শুরু হয় মূল অনুষ্ঠান।
আলোচনা সভায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোল্যা বলেন, ‘তোমরা (শিক্ষার্থীরা) ভালো ফলাফল করে মা–বাবার মুখ উজ্জ্বল করেছ। এটা অব্যাহত রাখতে হবে। সমাজে দায়িত্বশীল মানুষ হতে হবে।’ প্রথম আলো বন্ধুসভা মাগুরার সভাপতি ও ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজের সহকারী অধ্যাপক খান শফি উল্লাহ বলেন, ‘ভবিষ্যতে তোমরাই দেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের এখন থেকেই যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।’
বন্ধুসভার সাধারণ সম্পাদক মিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা। এ সময় সংবর্ধনা পাওয়া কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন গান ও কবিতা আবৃত্তি করে। শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও এসেছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে।
ছেলে মো. শিতাব সাকিফকে সঙ্গে নিয়ে এসেছিলেন বাবা মো. তুহুরুল ইসলাম। পেশায় শিক্ষক এই অভিভাবক বলেন, ভালো কাজের পুরস্কার প্রদানের প্রথা বহুকাল আগের। এতে মানুষ আরও বেশি ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হয়। এমন আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ। কৃতী শিক্ষার্থী জান্নাত ফেরদৌসী জয়িতা বলে, ‘রেজাল্ট যেদিন পেয়েছিলাম, আবেগে আপ্লুত হয়েছিলাম। আজও অনেক আনন্দ পেলাম।’
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান পরীক্ষায় জিপিএ-৫ পাননি। কিন্তু তিনি বিশ্বসেরা হয়েছেন। তাই কখনো পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও হার মানা যাবে না। স্বপ্ন দেখতে হবে ও সেই অনুযায়ী কাজ করতে হবে।