বগুড়ায় ককটেল হামলা নিয়ে পুলিশ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলী উপজেলায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। তবে পুলিশ দাবি করেছে, বিএনপির মিছিল থেকেই পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা করা হয়। এতে পুলিশের উপপরিদর্শকসহ তিন সদস্য আহত হয়েছেন।

আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিল বের করার পর গাবতলী মডেল থানা-সংলগ্ন তিন মাথা মোড়ে পৌঁছালে পেছন থেকে ককটেল হামলা করা হয় বলে নেতা-কর্মীরা জানান।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপির মিছিলে কেউ হামলা করেনি। উল্টো তাদের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা করা হয়েছে। হামলায় উপপরিদর্শক আবদুল কুদ্দুস, সহকারী উপপরিদর্শক এনামুল হক ও জয়দেব কুমার আহত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন ও সাধারণ সম্পাদক এনামুল হকের নেতৃত্বে দুপুরে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করেন নেতা-কর্মীরা। অন্যদিকে গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়।

বিএনপি নেতা মোরশেদ মিলটন অভিযোগ করে বলেন, দুটি মিছিল তিনমাথা মোড় অতিক্রম করার সময় পেছন থেকে ককটেল হামলা করা হয়। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। কিন্তু পুলিশ সঠিক তদন্ত না করে উল্টো তাদের ওপর ককটেল হামলার মিথ্যা নাটক সাজিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসাতে চাইছে।

অভিযোগের বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, দুপুরে অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় তিনমাথা মোড়ে দায়িত্ব পালন করছিল পুলিশের একটি দল। তখন মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি পুলিশের কাছাকাছি রাস্তায় বিস্ফোরিত হলে পুলিশের তিনজন সদস্য আহত হন। বিস্ফোরণে তাঁদের পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাঁদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হবে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।