পুরাতন ইটে সড়কের কাজ

স্থানীয় লোকজন অনিয়মের প্রতিবাদ করলেও কোনো কাজ হচ্ছে না। উপজেলার ফচিকা সড়ক সংস্কারকাজে এসব নিম্নমানের ইটসহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

সড়কে নতুন ইটের বদলে পুরোনো ইট ব্যবহার করে চলছে সংস্কারকাজ। গত শনিবার নেত্রকোনার মদন উপজেলার ফচিকা এলাকায়ছবি: প্রথম আলো

নেত্রকোনার মদন উপজেলায় একটি গ্রামীণ সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়কে নতুন ইটের বদলে পুরাতন ইট ব্যবহার করেই চলছে সংস্কারকাজ। স্থানীয় লোকজন অনিয়মের প্রতিবাদ করলেও কোনো কাজ হচ্ছে না। উপজেলার ফচিকা সড়ক সংস্কারকাজে এসব নিম্নমানের ইটসহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হচ্ছে। 

এলাকার বাসিন্দা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মদন উপজেলার কার্যালয় সূত্রে জানা গেছে, মদন পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড় থেকে ফচিকা সড়ক সংস্কার কাজ শুরু হয়। এই সড়ক দিয়ে আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলায় যাতায়াত করতে হয়। আইআরআরডিপি-৩ প্রকল্পের আওতায় ফচিকা সড়কের ১ হাজার ৪৫০ মিটার রাস্তা সংস্কারের উদ্যেগ নেয় এলজিইডি। এতে ব্যয় ধরা হয় ১ কোটি ২ লাখ ২১ হাজার ৩৭৪ টাকা। কেন্দুয়া উপজেলার ‘মামুন ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছেন। ছয় মাস মেয়াদী কাজটি ২০২৩ সালের ২৩ অক্টোবর কাজ শুরু করে ২০২৪ সালের ১৩ এপ্রিল শেষ করার কথা রয়েছে। গত এক মাসে আগে নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। কার্পেটিংয়ে পাশে নতুন ইট দিয়ে এইজিংয়ের কাজ করার নিয়ম রয়েছে। কিন্তু ঠিকাদার রাস্তায় ব্যবহার করা পুরাতন ইট এইজিংয়ের কাজে ব্যবহার করছেন। সম্প্রতি এ নিয়ে স্থানীয় লোকজন বাধা দিলে ঠিকাদার কাজ বন্ধ করে চলে যান। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ওই রাস্তায় যাতায়াতকারী লোকজন দুর্ভোগে পড়ায় কর্তৃপক্ষ কয়েক দফা চিঠি দিলে সপ্তাহখানেক ধরে কাজ শুরু করা হয়। তিন দিন ধরে আবারও কাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, নির্মাণকাজে পুনরায় পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া বলেন, সড়কটি শুরু থেকেই নতুন ভালো ইটের পরিবর্তে মন্দ ইট ব্যবহার করা হচ্ছে। হাত থেকে সব ইট ফেলে দিলেই ভেঙে যায়। আমরা প্রতিবাদ করলেও কোনো কাজ হচ্ছে না। কর্তৃপক্ষের সীমাহীন উদাসীনতা ও গাফিলতিতেই এমন হচ্ছে। কোন তদারকি নেই। ঠিকাদারের লোকজন উল্টো হুমকি দেন, তাঁরা কাজ বন্ধ করে চলে যাবেন।’ 

পৌরসভার কাউন্সিলর মুকুল ইসলাম বলেন, ‘কাজের শুরু থেকেই অনিয়ম করছে ঠিকাদার। এ নিয়ে স্থানীয় লোকজন বার বার প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদ করায় এক মাস যাবত কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। তিন দিন হয় আবার কাজ শুরু করেছে। কিন্তু নতুন ইটের বদলে আবার পুরাতন ইট ব্যবহার করছে।’ 

জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি স্বপন মিয়া বলেন, ‘কয়েক দিন কাজ বন্ধ রাখা হয়েছিল। এখন আবার শুরু করেছি। পুরাতন ইট ব্যবহার করেছিলাম। কিন্তু এখন সেগুলো তুলে নতুন ইট দিয়েই সংস্কার কাজ করব।’ 

উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ফচিকা সড়কের সংস্কারকাজে নতুন ইটের বদলে পুরাতন ইট ব্যবহার করেছে বলে অভিযোগ পেয়েছি। এমন অনিয়ম করায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়ায় কিছু দিন কাজ বন্ধ রেখেছিল। ব্যবহার করা পুরাতন ইট পরিবর্তন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সংস্কার কাজ চলমান রয়েছে।