শ্যামনগরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার উত্তর কদমতলা গ্রামে বাড়ির পাশে ধানখেতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কৃষকের নাম শোকর আলী (৫৮)। তিনি একই গ্রামের মোবারক গাজীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, কৃষক শোকর আলী বাড়ির পাশে দেড় বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। ধানখেতে ব্যাপক ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় খেতের চারদিকে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ফাঁদে রাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। শনিবার রাত নয়টার দিকে তিনি ধানখেত দেখতে যান। পরে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে ধানখেতে ফাঁদের পাশে তাঁর লাশ পাওয়া যায়। ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।