ইজতেমার প্রভাবে আবদুল্লাহপুর মোড়ে দূরপাল্লার বাস কম, যাত্রীদের ভোগান্তি
প্রথম ধাপের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার। সেই মোনাজাতে শরিক হতে আজ শনিবার সকাল থেকে রাজধানী ঢাকার আবদুল্লাহপুর মোড়ে কমে গেছে দূরপাল্লার যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। উপায় না পেয়ে কেউ কেউ চলছেন বিকল্প পরিবহনে।
আবদুল্লাহপুর মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন পরিবহনের কাউন্টার মাস্টাররা জানান, ইজতেমার কারণে দুই দিন ধরেই সড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস কম। ফলে যাত্রীরা কাউন্টারে এসে গাড়ি না পেয়ে ফিরে যাচ্ছেন। এর মধ্যে অনেকক্ষণ পরপর দুয়েকটি বাস এলেও সেগুলোতে মানুষের ভিড়ে ওঠা যাচ্ছে না। এতে বাধ্য হয়ে যাত্রীদের অনেকেই আগের জায়গায় ফিরে যাচ্ছেন কিংবা যাত্রা করছেন বিকল্প কোনো যানে।
আজ বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, আবদুল্লাহপুর মোড়ে বাসের জন্য অপেক্ষা করছেন ময়মনসিংহগামী কিছু মানুষ। তাঁদের কারও হাতে ব্যাগ, আবার কারও হাতে গাঁটরিবোঁচকা। সবাই বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বাস আসছে না। তাই বাধ্য কেউ ফিরে যাচ্ছেন, আবার কেউবা চেষ্টা করছেন বিকল্প যানে গন্তব্যে যেতে।
ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, জামালপুর, শেরপুরসহ বিভিন্ন এলাকার ৯টি
পরিবহনের কাউন্টার মাস্টার মো. বোরহান উদ্দিন বলেন, ‘স্বাভাবিক দিনের তুলনার আমাদের এখন প্রায় ৭৫ ভাগ গাড়ি কম। যাত্রীরা দুই দিন ধরেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। অনেকক্ষণ পরপর দুয়েকটি বাস এলেও ভিড়ের কারণে যাত্রীরা উঠতে পারছেন না। তিনি আরও বলেন, ইজতেমা উপলক্ষে মুসল্লিরা তাঁদের বেশির ভাগ গাড়ি ভাড়া (রিজার্ভ) নিয়ে গেছেন। মালিকপক্ষও বেশি লাভের আশায় সাধারণ যাত্রীদের কথা না ভেবে গাড়ি ভাড়া দিয়েছেন। তা ছাড়া সড়কে প্রচুর মানুষ থাকায় যানজটের ভয়ে অনেকে ইচ্ছা করেই গাড়ি নামাননি। তাই সড়কে গাড়ি কম। যাত্রীরাও এসে ফিরে যাচ্ছেন।
আবদুল্লাহপুর মোড়ে কথা হয় নারায়ণ পাল নামের এক যাত্রীর সঙ্গে। তিনি যাবেন নেত্রকোনায়। নারায়ণ বলেন, প্রায় এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বাস নেই। দাঁড়িয়ে থেকে খুব কষ্ট হচ্ছে।
এদিকে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা। সারা দেশ থেকে আসা মুসল্লিদের পদচারণে গমগম করছে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা।