শিক্ষার্থীদের পদচারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে৷ আজ বুধবার দুপুরে ড. এম এ ওয়াজেদ ভবনের সামনে
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ বুধবারও শান্ত রয়েছে। স্বাভাবিকভাবে চলছে ক্লাস-পরীক্ষা। সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড় লক্ষ করা গেছে। ক্যাম্পাসের বিভিন্ন চত্বর ফিরে পেয়েছে চিরচেনা রূপ। এদিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

আজ সরেজমিনে দেখা যায়, টুকিটাকি চত্বর, পরিবহন চত্বর, শহীদুল্লাহ কলাভবনের আমতলা চত্বরের দোকানিরা সকাল থেকেই দোকান খুলেছেন। গতকাল মঙ্গলবারের চেয়ে বেশি শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আড্ডাও জমে বেশ। ক্লাস-পরীক্ষা চলছে যথারীতি। ক্যাম্পাসের বাসগুলোও সময় মেনে যাতায়াত করছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা না গেলেও বিনোদপুর গেটে তাদের অবস্থান দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহবুব হোসেন বলেন, ‘দুই দিন বন্ধ থাকার পর আবারও চাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। স্বাভাবিকভাবে আমরা ক্লাস শুরু করেছি, আড্ডা দিচ্ছি একসঙ্গে, গ্রুপ স্টাডি করছি। আমরা এমন শান্ত ক্যাম্পাস চাই।’

আরও পড়ুন

এদিকে বাসচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচলেও ফিরেছে স্বাভাবিক গতি। সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গা থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ছেড়ে গেছে। গতকালের চেয়ে বাস-ট্রাকের মতো বড় যানবাহন বেশি যাতায়াত করছে।

রাজশাহী রেলস্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা দেশের সঙ্গে রেলওয়ে যোগাযোগও রয়েছে স্বাভাবিক। নির্ধারিত সময়ে ট্রেন আসা-যাওয়া করছে।

আরও পড়ুন

সার্বিক বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে তাঁর মনে হয়েছে, আগের রূপে ফিরেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করা গেছে বেশ। সকাল থেকে যথারীতি চলছে ক্লাস-পরীক্ষা। তাঁরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।