বিশেষ কায়দায় চায়ের ফ্লাস্কে ইয়াবা সংরক্ষণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ২

ইয়াবা বড়ি ও অস্ত্রসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ইউপি সদস্য রাসেল হাওলাদার
ছবি: প্রথম আলো

বরিশাল সদর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরি গ্রামে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাসেল হাওলাদার (৩৯) ও তাঁর স্ত্রী শিরিন বেগম (৩০)। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪৯০টি ইয়াবা বড়ি, ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ৩ হাজার ২০০ টাকা ও ৬টি দেশি অস্ত্র জব্দ করা হয়। ইয়াবা বড়িগুলো বিশেষভাবে প্যাকেট করে চায়ের ফ্লাস্কে সংরক্ষণ করে রাখা হয়েছিল।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার নগরের কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক ওই মাদক ব্যবসায়ী পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ইয়াবার একটি বড় চালান এনেছেন ইউপি সদস্য রাসেল হাওলাদার। এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে রাসেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেওয়া কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ্র চন্দ্র দাস বলেন, অভিযানের সময় ইউপি সদস্য রাসেলের কাছ থেকে ইয়াবা বড়িসহ দুটি বগি দা, দুটি চায়নিজ কুড়াল, একটি রামদা ও একটি করাত জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইউপি সদস্য রাসেলের বিরুদ্ধে কাউনিয়া ও কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টিসহ মোট ২৩টি মামলা আছে। ২০২১ সালের ইউপি নির্বাচনে সদস্য নির্বাচিত হন তিনি। ইয়াবা বিক্রির জন্য লোকালয় থেকে বিচ্ছিন্ন এলাকায় থাকতেন রাসেল ও তাঁর পরিবার। পারিবারিকভাবে মাদক ব্যবসা করেন তাঁরা। তাঁর বাড়িটি এলাকায় ‘ইয়াবার হাট’ নামে পরিচিত।

মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ বলেন, জনপ্রতিনিধি হয়েও মাদকের সঙ্গে জড়িত থাকায় দ্রুত রাসেলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পুলিশ। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।