মাদারীপুরে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৩

মাদারীপুরে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের শকুনি লেকপাড়ের জেলা প্রশাসকের বাসভবনের সামনেছবি: প্রথম আলো

মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিশোরদের দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত তিনজন। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে শহরের শকুনি লেকের দক্ষিণপাড়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক তৈরি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সন্ধ্যায় শকুনি লেকের পাড়ে ঘুরতে আসে মধ্য হাউসদি এলাকার দুই কিশোর। এ সময় ডিসি ব্রিজ এলাকার এক কিশোরের সঙ্গে তাদের একজনের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন আহত হয়। তাদের মধ্যে দুজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা জামে মসজিদের ভেতর নামাজরত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মসজিদের সামনে পার্কিং করা একটি প্রাইভেটকারও ভাঙচুর করেছে কিশোরেরা।

কয়েকজন মুসল্লি বলেন, হঠাৎ বৃষ্টির মতো ১৫ থেকে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শত শত মুসল্লির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সজীব হোসেন প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ দেখি ডিসির বাসভবনের সামনে কিশোরদের লাঠিসোঁটা নিয়ে ছোটাছুটি। পরে দুই পক্ষই ইটপাটকেল মেরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। কিছুক্ষণ পর বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই কিশোরদের নিয়ন্ত্রণ না করা গেলে সামনে আরও বড় ধরনের সংঘর্ষ হবে।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সিহাব চৌধুরী বলেন, মারামারির ঘটনায় আহত অবস্থায় দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। ভর্তির পরে পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।