সাভারে পূর্বশক্রতার জেরে দুই কিশোরকে কুপিয়ে জখম, আটক ৪

কুপিয়ে জখম
প্রতীকী ছবি

ঢাকার সাভারে পূর্বশত্রুতার জেরে দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের একদল কিশোর। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই দুজনকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

আহত দুজন হলেন সাভারের কলমা এলাকার বাসিন্দা ও সাভারে কর্মরত দৈনিক যুগান্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মতিউর রহমানের ছেলে জিসান প্রামাণিক (১৫) ও একই এলাকার কামরুল ইসলামের ছেলে সিয়াম রাজা (১৫)। জিসান প্রামাণিক সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ও সিয়াম কলমা এলাকার কলমা ওয়াজ আলী মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

আহত দুই কিশোরের পরিবারের সদস্যদের দাবি, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের বনভোজনে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ‘কিশোর গ্যাং’–এর সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করেছে।

আহত জিসানের বাবা মতিউর রহমান জানান, গত জানুয়ারি মাসের শেষের দিকে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বার্ষিক বনভোজনে গিয়েছিল বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ওই সময় জিসান প্রামাণিকের সঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থী আবদুল লতিফের বাসে ওঠা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি প্রাথমিকভাবে সমাধান হয়। জিসান বাসায় এসে বিষয়টি জানায়। তিনি (মতিউর রহমান) বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

মতিউর রহমান অভিযোগ করে বলেন, গতকাল ইফতারের পর বন্ধু সিয়ামের সঙ্গে রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় যায় জিসান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আবদুল লতিফসহ ২০ থেকে ২৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাত নয়টার দিকে আহত দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। ধারালো অস্ত্রের আঘাতে জিসানের পিঠের দুটি স্থানে গভীর ক্ষত এবং সিয়ামের নিতম্বে একটি গভীর ক্ষত রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশের চারটি দল জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে। গতকাল রাতে বিভিন্ন জায়গায় অভিযোগ চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আহত কিশোরদের পরিবারের সদস্যরা মামলা করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন