পটুয়াখালীতে একটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে উপজেলা শহরের পোলঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন দাবি করেন, আজ সোমবার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ আছে। এ জন্য গতকাল রাতে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করা হচ্ছিল। সভায় ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কার্যালয়েও সামনে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হতে থাকে। পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। সভায় উপস্থিত নেতা-কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই কার্যালয় ছেড়ে বাইরে চলে যান। ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে স্লোগান দিয়ে তাঁদের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা দলীয় কার্যালয়ের আসবাব, পোস্টার ও  ব্যানার ছিঁড়ে ফেলে। বিএনপির ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা এই হামলা করেছে।

অভিযোগের বিষয়ে রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজী বলেন, বিএনপির নেতা-কর্মীরা এমনিতেই এলাকাছাড়া। এরপর আবার বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে আওয়ামী লীগ হামলার নাটক সাজিয়েছে। এ ঘটনায় বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নন।

রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।