নিজামের ‘ঘাটলা’ এখন বিএনপির ঘরে ঘরে

এটিই নিজাম হাজারীর সেই ‘ঘাটলা’। যেখানে বসে ফেনীর রাজনীতি, অপরাধ জগৎ, অবৈধ আয়ের বাঁটোয়ারা—সবই নিয়ন্ত্রণ করতেন তিনি। নিজাম নেই, সেই ঘাটলায়ও ভিড় নেই। এখন ভাগ-জোক করে ফেনীর সবকিছু নিয়ন্ত্রণ করছে বিএনপির বিভিন্ন পক্ষ। সম্প্রতি তোলা

আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে ফেনীতে এককভাবে ‘রাজত্ব’ করেছেন নিজাম হাজারী। মাস্টারপাড়ার পুকুরের ‘ঘাটলা’ থেকে নিজাম হাজারী অবৈধ উপার্জনের যে খাতগুলো নিয়ন্ত্রণ করতেন, এর মধ্যে বাস, ট্রাক, টেম্পোস্ট্যান্ড, সরকারি নানা দপ্তরের দরপত্র, বালুমহাল, সীমান্তকেন্দ্রিক কালোবাজারি, মামলা–বাণিজ্য উল্লেখযোগ্য। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, নিজাম হাজারী দলবল নিয়ে পালিয়েছেন। তাঁর সেই ঘাটলা এখন অনেকটা বিএনপির নেতাদের ঘরে ঘরে।