বিএনপির আইনজীবী আফতাব উদ্দিন আহমেদ ও শফি কামাল জানান, হাইকোর্টের আদেশ অনুয়ায়ী তাঁদের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
গত ২২ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশ লাঠিপেটা করে। এ নিয়ে একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ২০০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করে। ওই মামলায় হাইকোর্ট থেকে সাত সপ্তাহের জামিন নিয়েছিলেন তাঁরা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ নেতা-কর্মীরা আদালতে জামিন আবেদন করলে, তা নামঞ্জুর কারাগারে পাঠান বিচারক।