‘দুর্বৃত্তদের দেওয়া’ আগুনে নিজ ঘরে দগ্ধ হয়ে ইউপি সদস্যের মৃত্যু

আগুন
প্রতীকী ছবি

বরগুনার বেতাগী উপজেলায় মধ্যরাতে নিজ ঘরে অগ্নিদগ্ধ সড়িষামুরি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খান ফারুক আহমেদ ওরফে শামীমের (৩৩) মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

সড়িষামুরি ইউপি চেয়ারম্যান ইমাম হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি অভিযোগ করেছেন, গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে পেট্রল ঢেলে ফারুক আহমেদের ঘরে আগুন লাগিয়ে দেয়।

ফারুক আহমেদ সড়িষামুরি ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য। একই অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী সুচি আক্তারও দগ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে হঠাৎ ইউপি সদস্য ফারুক আহমেদের টিনের ঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিরা ছুটে আসেন। এ সময় তাঁরা ঘরের মধ্য থেকে ইউপি সদস্য শামীম ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। আগুনে ঘরে থাকা ফ্রিজ, টিভি ও আসবাবপত্র পুড়ে যায়।

ইউপি চেয়ারম্যান ইমাম হাসান বলেন, ফারুক আহমেদকে হত্যার জন্য দুর্বৃত্তরা তাঁর ঘরে আগুন ধরিয়ে দিতে পারে। ঘরে আগুন লাগার পর বাচ্চা ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে ফারুক গুরুতর দগ্ধ হন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, উপজেলার সড়িষামুরি ইউনিয়নে অগ্নিদগ্ধ ইউপি সদস্য ফারুক আহমেদ বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে আগুন দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।