কলাপাড়ায় ধসে পড়ল সেতু, ১০ গ্রামের মানুষের যোগাযোগে দুর্ভোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে লোহার সেতুটি ধসে পড়েছে। মঙ্গলবার ভোরে
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীর খালের ওপর নির্মিত পুরোনো লোহার সেতুটি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। আজ মঙ্গলবার ভোররাতে সেতুটি ধসে পড়ার পর দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে অন্তত ১০ গ্রামের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

স্থানীয় সূত্র জানায়, ২০০১ সালে নির্মিত হয় লোহার সেতুটি। লোনাপানির কারণে লোহার কাঠামোয় মরিচা ধরে জরাজীর্ণ হয়ে পড়ে। এর ওপরের সিমেন্টের স্ল্যাব অনেক আগেই ভেঙে গেছে। এ রকম ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটিকে ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করে। গত বছর এ সেতুর ওপর দিয়ে একটি মালবাহী টমটম চলাচলের সময় সেতুর একাংশ ধসে যায়। এরপরও স্থানীয় বাসিন্দারা সেতুটির ওপর কাঠের পাটাতনসহ জোড়াতালি দিয়ে চলাচল অব্যাহত রাখেন। আজ ভোরের দিকে সম্পূর্ণভাবে ধসে পড়ে সেতুটি।

সেতুটি ধসে যাওয়ায় আশপাশের ১০টি গ্রামের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় বাসিন্দা মো. হাবিবুল্লাহ খান বলেন, এই সেতুটির দুই পাশে কলেজ, মাদ্রাসা, হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয় আছে। সেতুটি ভেঙে পড়ায় শত শত ছাত্রছাত্রী ও হাজারো মানুষের চলাচলে এখন চরম ভোগান্তি তৈরি হয়েছে। যত দ্রুত সম্ভব এ সেতুটি পুনর্নির্মাণ করা দরকার।

এ বিষয়ে এলজিইডি কলাপাড়া উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, সেতুটি আগেই জরাজীর্ণ ছিল, যার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে এখানে মানুষের দুর্ভোগ লাঘবে একটা সেতু তৈরি করে দেওয়া হয়।