রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির আটক
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির কেরামত আলীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের হেতেমখাঁ বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করে বোয়ালিয়া মডেল থানার পুলিশ। এ সময় আরও তিনজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।
আটক কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তিনি রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় থাকেন। একই সঙ্গে দল পরিচালনা করেন।
আটকের সময় পুলিশের ওপর হামলা ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম। তিনি বলেন, জামায়াত ইসলামী বেআইনিভাবে নগরের হেতেমখাঁ এলাকায় মিছিল বের করার চেষ্টা করে। সেখানে পুলিশ গেলে তারা কাজে বাধা দেয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরে দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ১টার মধ্যে সেখান থেকে আমিরসহ চারজনকে আটক করা হয়।
রফিকুল আলম আরও বলেন, বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা, পুলিশকে আক্রান্ত করা ও নাশকতা সৃষ্টির কারণে চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক বিভাগীয় সেক্রেটারি মাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আজকে সেখানে জামায়াতের মোটিভেশনাল অনুষ্ঠান ছিল। কোনো ধরনের মিছিল ছিল না। সেখানে গিয়ে পুলিশ আমিরসহ চারজনকে আটক করে নিয়ে গেছে। এখন পুলিশ বানিয়ে বানিয়ে মামলা দেবে।’