নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থেকে ছিটকে কিশোরীসহ দুজন নিহত
নারায়ণগঞ্জ বন্দরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক কিশোরী ও এক তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কুতুবপুর লাকী বাজার এলাকার বিপুল বিপ্লবের ছেলে মো. অন্তর (২৩) এবং সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মো. রফিক মিয়ার মেয়ে তাজনেহার (১৭)।
ঈদের দ্বিতীয় দিন বিকেলে তাঁরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে এই দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক প্রথম আলোকে বলেন, বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অন্তরের মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক অন্তর এবং তাঁর সঙ্গে থাকা আরোহী তাজনেহারের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি রেজাউল হক আরও জানান, অন্তর একটি একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন বলে জানা গেছে। ঈদের দ্বিতীয় দিন বিকেলে তাঁরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।