মাদক মামলার রায়ে বদির চার ভাইসহ ১২ আত্মীয়ের কারাদণ্ড

আবদুল শুক্কুর, আবদুল আমিন, মো. ফয়সাল ও শফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

কক্সবাজারে মাদক মামলার রায়ে যে ১০১ জন ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে, তাঁদের মধ্যে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ৪ ভাইসহ ১২ নিকটাত্মীয় আছেন। আজ বুধবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

মাদক মামলার রায়ে ১০১ আসামির প্রত্যেককে ১ বছর ৬ মাস কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই ১২ জনের মধ্যে আছেন আবদুর রহমান বদির চার ভাই আবদুল শুক্কুর, আবদুল আমিন ওরফে আমিনুল ইসলাম, মো. ফয়সাল ও শফিকুল ইসলাম, চাচাতো ভাই মো. আলম, খালাতো ভাই মং মং সিং, ফুফাতো ভাই কামরুল ইসলাম, ভাগনে সাহেদুর রহমান প্রমুখ। তাঁরা সবাই পলাতক।

আরও পড়ুন

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের সর্বশেষ করা ইয়াবা ব্যবসায়ীর ১ হাজার ১৫১ জনের তালিকায় ৭৩ জন প্রভাবশালী ইয়াবা গডফাদার আছেন। ৭৩ গডফাদারের তালিকার ৬৬ জনই টেকনাফের বাসিন্দা। ২০১৮ সালের ৪ মে থেকে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শুধু কক্সবাজার জেলায় ৪ নারীসহ ৩০২ মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এর মধ্যে টেকনাফে মারা গেছেন ১৭৬ জন।

আরও পড়ুন