কক্সবাজারে মাদক মামলার রায়ে যে ১০১ জন ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে, তাঁদের মধ্যে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ৪ ভাইসহ ১২ নিকটাত্মীয় আছেন। আজ বুধবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
ইয়াবা গডফাদাররা আত্মগোপনে
মাদক মামলার রায়ে ১০১ আসামির প্রত্যেককে ১ বছর ৬ মাস কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই ১২ জনের মধ্যে আছেন আবদুর রহমান বদির চার ভাই আবদুল শুক্কুর, আবদুল আমিন ওরফে আমিনুল ইসলাম, মো. ফয়সাল ও শফিকুল ইসলাম, চাচাতো ভাই মো. আলম, খালাতো ভাই মং মং সিং, ফুফাতো ভাই কামরুল ইসলাম, ভাগনে সাহেদুর রহমান প্রমুখ। তাঁরা সবাই পলাতক।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের সর্বশেষ করা ইয়াবা ব্যবসায়ীর ১ হাজার ১৫১ জনের তালিকায় ৭৩ জন প্রভাবশালী ইয়াবা গডফাদার আছেন। ৭৩ গডফাদারের তালিকার ৬৬ জনই টেকনাফের বাসিন্দা। ২০১৮ সালের ৪ মে থেকে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শুধু কক্সবাজার জেলায় ৪ নারীসহ ৩০২ মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এর মধ্যে টেকনাফে মারা গেছেন ১৭৬ জন।