ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত

ভাঙ্গায় আধিপত্য বিস্তার ঘিরে দুই পক্ষের সংঘর্ষের সময় পেট্রলপাম্পে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মঙ্গলবার ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে এক্সপ্রেসওয়ে–সংলগ্ন হাজী ইরফান উদ্দিন পেট্রলপাম্পে
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে এক্সপ্রেসওয়ে–সংলগ্ন হাজী ইরফান উদ্দিন পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে।

এ সময় দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশনে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোখলেসুর রহমানের সঙ্গে একই গ্রামের ফারুক তালুকদার ও সাইদুল শিকদারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। আগেও দুই পক্ষের মধ্যে কয়েক দফা হামলা, মামলা ও সংঘর্ষ হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোখলেসুর রহমান আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহর পক্ষে এবং ফারুক তালুকদার স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর পক্ষে নির্বাচন করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, আজ সকালে মোখলেছুর রহমানের পক্ষের রাজীব মাতুব্বরের (২৫) ওপর ফারুক তালুকদার ও সাইদুল শিকদারের লোকজন হামলা করেন। এ সময় রাজীবকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে জড়ান। সংঘর্ষ চলাকালে হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশনে পেট্রলপাম্প ও পাম্পে থাকা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পেট্রলপাম্পের মালিক মোখলেছুর রহমান বলেন, ‘তারা (প্রতিপক্ষ) আমার পেট্রলপাম্পটি ভাঙচুর করেছে, পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। পেট্রলপাম্প থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে।’

ফারুক তালুকদার বলেন, তাঁদের লোকজন পেলে মোখলেছুরের লোকজন মারধর করেন। আজও একই কারণে মারামারি হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল-রশিদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক্সপ্রেসওয়েতে স্বাভাবিকভাবে যানবাহন চলছে।