রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছয় দাবিতে মশালমিছিল
ক্যাম্পাস, ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে বুধবার রাতে মশালমিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটটি ছাত্রসংগঠন। গত শনিবার স্থানীয় ব্যক্তিদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনগুলো এ কর্মসূচি পালন করেছে।
বুধবার রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে একটি মশালমিছিল বের করেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই; শিক্ষা-ব্যবসা, একসাথে চলে না; শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না; ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’।
সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন। তিনি বলেন, প্রশাসন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে ক্যাম্পাসে রণক্ষেত্র তৈরি করেছিল। এর দায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের ওপর চাপিয়ে দিয়েছে প্রশাসন। ফলে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যে গুলি চালানো হয়েছে, এর দায় যেন সাধারণ শিক্ষার্থীদের ওপর না পড়ে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে কঠোর আন্দোলন শুরু করা হবে।
ওই কর্মসূচিতে যে ছয়টি দাবি তুলে ধরা হয়েছে সেগুলো হচ্ছে অবিলম্বে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে; নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ প্রক্টরিয়াল বডির অপসারণ ও দায়িত্ব পালনে ব্যর্থ উপাচার্যকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে; আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে; হলে ছাত্রলীগের দখলদারত্ব ও সিট-বাণিজ্য বন্ধ করতে হবে ও নতুন হল নির্মাণ করে শতভাগ শিক্ষার্থীর আবাসিকত্ব নিশ্চিত করতে হবে; বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের করা মামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে ও মামলার নামে সাধারণ শিক্ষার্থী ও জনগণ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণে তাঁদের প্রতিনিধিত্ব নিশ্চিতে রাকসু সক্রিয় করতে হবে।
ছয় দফা দাবির ওই মশালমিছিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (লেলিনবাদী) সভাপতি রিদম শাহরিয়ার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া এই কর্মসূচিতে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী), নাগরিক ছাত্র ঐক্যের নেতা-কর্মীরা অংশ নেন।