চুয়াডাঙ্গায় গ্রেপ্তার আট নেতার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ দলীয় আট নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ রোববার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল শনিবার গণমিছিলের প্রস্তুতিকালে শরীফুজ্জামান শরীফসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি নেতাদের দাবি, বিনা উসকানিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার আবদুল জব্বার।
খোন্দকার আবদুল জব্বার তাঁর বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গায় গতকালের গণমিছিল কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। প্রেসক্লাবের পাশে নেতারা বসে ছিলেন, কর্মীরা আসছিলেন। হঠাৎ বিনা উসকানিতে শরীফুজ্জামান শরীফকে পাঞ্জাবির কলার চেপে ধরে যেভাবে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়েছে, তা ন্যক্কারজনক। অতি উৎসাহী দু-একজন পুলিশ কর্মকর্তার কারণে গোটা পুলিশ বাহিনী আজ বিতর্কিত হচ্ছে।
খোন্দকার আবদুল জব্বার আরও বলেন, এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে, ভাত ও ভোটের অধিকার আদায় করার লক্ষ্যে বিএনপি রাজপথে রয়েছে। আগামী দিনে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী এই সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার, জেলা ছাত্রদলের সভাপতি মোমিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ জোয়ারদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব।
সমাবেশ চলাকালে নেতা-কর্মীরা শরীফুজ্জামান শরীফসহ দলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।