শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে হেদায়েতুল গড়েছেন ক্রিকেট দল

শারীরিক প্রতিবন্ধী হেদায়েতুল আজিজ হুইলচেয়ার ক্রিকেট দলকে স্বপ্ন দেখাচ্ছেনছবি: সংগৃহীত

হেদায়েতুল আজিজ (মুন্না) একজন শারীরিক প্রতিবন্ধী। হুইলচেয়ারই তাঁর ভরসা। কিন্তু শারীরিক এই অক্ষমতা কোনোভাবেই তাঁকে ঘরের চার দেয়ালে আটকে রাখতে পারেনি। প্রতিবন্ধকতাকে জয় করে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে গঠন করেছেন একটি ক্রিকেট দল। তাঁদের নিয়ে একাধিকবার দেশের বাইরে খেলেছেন। হুইলচেয়ার ক্রিকেট দলকে স্বপ্ন দেখাচ্ছেন তিনি।

জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার আইনজীবী আজিজুর রহমান ও আঞ্জুমান আরার ছেলে হেদায়েতুল। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। জন্ম থেকে প্রতিবন্ধী ছিলেন না তিনি। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তিনি প্রতিবন্ধী হয়ে যান। তিনি বাংলাদেশে প্রথম শারীরিক প্রতিবন্ধী, যিনি এসএ টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন। এ ছাড়া এটিএন বাংলার উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক।

ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হেদায়েতুল শারীরিক প্রতিবন্ধী হয়েও অন্যের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের জন্য একটা দৃষ্টান্ত।’

হেদায়েতুল আজিজ ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাস করেন। ২০০৮ সালের আগস্টের প্রথম দিকে সৌদি আরবে নিজে গাড়ি চালিয়ে এক বন্ধুর সঙ্গে দেখা করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। স্পাইনাল কর্ডে আঘাতের কারণে কোমর থেকে শরীরের নিচের অংশ অচল হয়ে যায়। বাড়িতে ফিরে হুইলচেয়ারে জীবনকে সীমাবদ্ধ না রেখে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।

হেদায়েতুল জানান, ২০১৩ সালে তিনি প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠা করেন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন। এ সংগঠনে বর্তমানে ২১ জন সদস্য ও ৭ কার্যনির্বাহী সদস্য আছেন। এ সংগঠনের অধীনে দেশের ২০ জেলা থেকে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন (ডিডিএফ) হুইলচেয়ার ক্রিকেট দল বাংলাদেশ গঠন করা হয়েছে। এর সদস্য ৫০ জন। এ ছাড়া ডিডিএফ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল ব্রাহ্মণবাড়িয়ায় আছেন ২৫ জন শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়।

হেদায়েতুলের নেতৃত্বে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল বাংলাদেশ ২০১৭ সালে প্রথম ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলা হুইলচেয়ার ক্রিকেট দলের সঙ্গে টি-টোয়েন্টি খেলায় সিরিজে অংশ নেয়। পরের বছর শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে আগরতলায় টি-টোয়েন্টি ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের এপ্রিলে ভারতের কলকাতায় নেপাল, ভারত ও বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেট দলের টি-টোয়েন্টি ট্রাই নেশন সিরিজ অনুষ্ঠিত হয়। এসব সিরিজ জয় করে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল।
লক্ষ্য, দৃঢ় প্রত্যয় ও সাহস থাকলে প্রতিবন্ধিতাকে জয় করা সম্ভব বলে মনে করেন হেদায়েতুল আজিজ। হুইলচেয়ার ক্রিকেট দলকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন তাঁর।

হেদায়েতুলের প্রশংসা করে চিকিৎসক সাইফুদ্দিন খান বলেন, ‘হেদায়েতুল প্রতিবন্ধকতাকে সম্ভাবনা বানিয়েছেন। সবার ইচ্ছা থাকলেও কাজ করেন না এবং করতে চান না। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও হেদায়েতুল এগিয়ে গেছেন এবং যাচ্ছেন। তাঁর এই এগিয়ে যাওয়া আমাদের উৎসাহ দেয়।’