ঘুম ভেঙে দেখেন জানালার গ্রিল কাটা, খোয়া গেছে স্বর্ণালংকার ও টাকা

ঘরের জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো ও আলমারির তালা অবস্থায় দেখা যায়। আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামেছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে এক সাংবাদিকের বাড়িতে জানালার গ্রিল কেটে চুরি হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আল আমিনের বাড়ি ভাংনাহাটি গ্রামে। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাজীপুর জেলা প্রতিনিধি।

আল আমিন বলেন, গতকাল রাতের কোনো এক সময় চোরের দল কৌশলে গ্রিল কেটে তাঁর বসতবাড়িতে প্রবেশ করে। তাঁর স্ত্রী ও সন্তানেরা গাজীপুর শহরে ছিলেন। তিনি বাড়িতে একাই ছিলেন। আজ শনিবার সকাল আটটার দিকে ঘুম থেকে উঠে তিনি চুরির বিষয়টি টের পান।

আল আমিন আরও বলেন, তিনি এলপি গ্যাসের ডিলার। ব্যবসার ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য ঘরে রেখেছিলেন। এ ছাড়া ৭০০ সৌদি রিয়াল, ১টি স্মার্টফোন ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে চোরের দল। গত রমজান মাসে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় ব্যবসার ১ লাখ ২৬ হাজার টাকা খোয়া গিয়েছিল। চুরির বিষয়টি তিনি থানা-পুলিশকে জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।