কেন্দুয়ায় ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে গৃহবধূর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম খোদেজা আকতার (৪২)। তিনি ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে খোদেজা তাঁর স্বামী লাল মিয়ার সঙ্গে গ্রামের একটি বাড়িতে মেশিনে ধান ভাঙতে যান। ধান ভাঙার একপর্যায়ে তাঁর মাথার চুল মেশিনের ফিতায় জড়িয়ে যায়। বিষয়টি দেখে মেশিনের সুইচ বন্ধ করতে না করতে তাঁর মাথা থেকে খুলির একটি অংশ সরে রক্তক্ষরণ হতে থাকে। পরে তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর স্বামী লাল মিয়া বলেন, আজ সকালে তিন মণ ধান ভাঙানোর জন্য গ্রামের বকুল মেম্বারের বাড়িতে যান তিনি। তাঁকে সহযোগিতা করতে স্ত্রীও সঙ্গে যান। ধান ভাঙানোর শেষ পর্যায়ে মেশিনের নিচ থেকে ধানের কুড়া সরিয়ে আনার চেষ্টা করেন খোদেজা আকতার। এ সময় অসতর্কতার কারণে মেশিনের ফিতায় তাঁর মাথার চুল আটকে খুলির ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাজনিত হওয়ায় মৃত্যু নিয়ে কারও প্রতি তাঁর কোনো অভিযোগ নেই।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।