নরসিংদী জেলা আ.লীগের সভাপতি তালেব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী

সভাপতি জি এম তালেব হোসেন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জি এম তালেব হোসেনকে সভাপতি ও পীরজাদা মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। তাঁরা দুজনই প্রায় দুই বছর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

আজ শনিবার বিকেলে আগামী তিন বছরের জন্য তাঁদের নাম ঘোষণা করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বেলা দুইটার দিকে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। জি এম তালেব হোসেনের সভাপতিত্বে সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ বি এম রিয়াজুল কবীর প্রমুখ। এ ছাড়া জেলার পাঁচটি আসনের সংসদ সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা। শনিবার বিকেলে শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি প্রার্থী হিসেবে তিনজন ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ১৮ জনের নামের তালিকা প্রকাশ করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তাঁদের নাম দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পাঠানো হয়। তিনি সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে জি এম তালেব হোসেন ও পীরজাদা মোহাম্মদ আলীর নাম ঠিক করে দিলে মঞ্চ থেকে তাঁদের নাম ঘোষণা দেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। এ সময় দ্রুত সময়ের মধ্যে তাঁদের জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সভাপতি পদে প্রার্থী ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, সাবেক সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম এবং নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন পীরজাদা মোহাম্মদ আলী, কামরুজ্জামান, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, আফতাব উদ্দিন ভূইয়া, বিজয় কৃষ্ণ গোস্বামী, আমিরুল ইসলাম ভূঁইয়া, আশরাফুল সরকার, আসাদুজ্জামান, হাবিবুর রহমান, মঞ্জুরুল মজিদ মাহমুদ, একরামুল ইসলাম, কায়কোবাদ হোসেন, আতাউর রহমান, আসাদুজ্জামান, শ্যামল কুমার সাহা, সাখাওয়াত হোসেন, শাহীন ভূঁইয়া ও মনির হোসেন সরকার।

দীর্ঘ সাত বছর পর নরসিংদী জেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হলো। আজ দুপুর থেকে ছয় উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জড়ো হন।

সর্বশেষ ২০১৫ সালের ১৪ জানুয়ারি নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতি ও আবদুল মতিন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে জেলা আওয়ামী লীগ।

দ্বন্দ্বের জেরে ২০২০ সালের নভেম্বরে সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়াকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। ওই সময় সহসভাপতি জি এম তালেব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।