তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুসকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। তাড়াশ প্রেসক্লাব চত্বর, সিরাজগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস সরকারকে (৫৫) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তাড়াশ প্রেসক্লাব চত্বর থকে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আবদুল আজিজ। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খন্দকার। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবদুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা হাসান খসরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত উপজেলার ভোগলমান চারমাথা বাজারে এসে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আবদুল কুদ্দুস সরকার তাঁর বড় ছেলে রুহুল আমিনের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাঁকে গুলি করে হত্যার পর ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ছেলে রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে তাড়াশ থানায় হত্যা মামলা করেন।