গাজীপুরে ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত, আহত ৬

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ডাম্প ট্রাকের চাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় সদস্য আহত হয়েছেন। তাঁদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ডাম্প ট্রাকের চাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত ও ছয় সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চালক, তাঁর সহকারীসহ ট্রাকটি আটক করা হয়েছে। নিহত বিজিবি সদস্যের নাম শাহিদুর রহমান (৩৮)। তিনি সাতক্ষীরার তালা থানার শাহাজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে। আহত সদস্যরা হলেন নায়েক মো. জহির, নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী ও সিপাহী সংগ্রাম। তাঁদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ছয়টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা প্রশিক্ষণ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। এতে ৬৩ বিজিবি, হোতাপাড়ায় গাজীপুরে কর্মরত নায়েক শাহিদুর রহমান নিহত হন। আহত ছয় বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি মো. জিয়াউল ইসলাম বলেন, নিহত বিজিবি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক, তাঁর সহকারীসহ ট্রাকটি আটক করা হয়েছে। চালকের নাম মোহাম্মদ ইয়াসিন (৩০)। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।