পিরোজপুর জেলা আ.লীগের নেতৃত্বে পুরোনোরাই

সভাপতি এ কে এম এ আউয়াল এবং সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার
ছবি: সংগৃহীত

ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আবারও এ কে এম এ আউয়ালকে সভাপতি এবং এম এ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এ কমিটি ঘোষণা করেন।

দুপুর ১২টায় ভার্চ্যুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রথম অধিবেশন শেষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কমিটির সব সদস্য এবং সব উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বসেন কেন্দ্রীয় নেতারা। সেখানে সভাপতি পদে এ কে এম এ আউয়ালের নাম প্রস্তাব করা হয়।

এরপর সাধারণ সম্পাদক পদে এম এ হাকিম হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক কানাই লাল বিশ্বাস ও আক্তারুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খানের নাম প্রস্তাব করা হয়।

এ সময় কেন্দ্রীয় নেতারা সব প্রার্থীর সঙ্গে আলোচনা করে সাধারণ সম্পাদক হিসেবে এম এ হাকিম হাওলাদারের নাম ঘোষণা করেন।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ বলেন, দলের বেশির ভাগ নেতা-কর্মী চাইছিলেন পুরোনো কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবারও জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিন। সেটাই হয়েছে।

এর আগে ২০১৫ সালের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে এ কে এম এ আউয়ালকে সভাপতি এবং এম এ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়।