লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুরে একটি জাহাজভাঙা কারখানাসংলগ্ন বেলাভূমি থেকে এক নাবিকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তাঁর নাম এমদাদুল ইসলাম (২২)। তাঁর বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়। আজ রোববার দুপুর ১২টার দিকে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে জাহাজডুবিতে নিখোঁজ ছিলেন এমদাদুল।

নৌ পুলিশ জানায়, ঘূর্ণিঝড় মিধিলির কারণে নোয়াখালীর হাতিয়া উপকূলে একটি পাথরবোঝাই জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিক ছিলেন এমদাদুল ইসলাম। বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সৈকতে মাদার স্টিল নামের একটি জাহাজভাঙা কারখানার অন্তত ১৫০ গজ পশ্চিমে তাঁর লাশ ভেসে আসে। সেখানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। পরে তারা গিয়ে লাশটি উদ্ধার করে। আজ বেলা তিনটার দিকে এমদাদুল ইসলামের লাশ শনাক্ত করেন তাঁর ভাই মো. শহিদুল্লাহ।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।