তথ্য গোপন করে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব পালন, দুই শিক্ষককে অব্যাহতি

ফেনীর সোনাগাজীতে তথ্য গোপন করে এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনের অভিযোগে দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন উপজেলার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয় কেন্দ্রের হল সুপার হোসেন মোহাম্মদ আলমগীর ও মঙ্গলকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) গোলাম মাওলা। আজ মঙ্গলবার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁদের দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব নুরুল আলম বলেন, আজ এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাঁর কেন্দ্রের হল সুপার হোসেন মোহাম্মদ আলমগীর তথ্য গোপন করে গোলাম মাওলা নামের একজন ইংরেজি শিক্ষককে বাংলার শিক্ষক পরিচয় দিয়ে একটি কক্ষে পর্যবেক্ষকের দায়িত্ব দেন। ইউএনও কামরুল হাসান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে জানতে পারেন গোলাম মাওলা ইংরেজি বিষয়ের শিক্ষক। নিয়ম অনুযায়ী ইংরেজি পরীক্ষার দিন তাঁর দায়িত্ব পালনের কথা নয়। হল সুপারের যোগসাজশে অসদুপায় অবলম্বন করে ওই শিক্ষক পরীক্ষায় দায়িত্ব পালন করছিলেন। পরে দুজনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে তথ্য গোপন করে একজন শিক্ষক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন। এ কাজে তাঁকে সহায়তা করেছেন কেন্দ্রের হল সুপার। এ জন্য তাঁকে সহায়তা করায় দুজন শিক্ষককে পরীক্ষার সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।