জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৩০৩ জনের বিরুদ্ধে মামলা
জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৩০৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে জামালপুর সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ মিঠু মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা আসামি।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহরিয়া ইসলাম ওরফে রাফি ও ছাত্রলীগ কর্মী নাফিজুর রহমান ওরফে তুষার।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর প্রথম আলোকে বলেন, গতকাল রাতে থানায় মামলাটি হয়েছে। মামলা হওয়ার পর থেকে আসামিদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতা একটি মিছিল নিয়ে শহরের মির্জা আজম চত্বর থেকে শহীদ হিরু সড়ক দিয়ে বকুলতলার দিকে যাচ্ছিল। এ সময় শহরের নতুন হাইস্কুল এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, রামদা ও বাঁশের লাঠি নিয়ে ছাত্র-জনতার মিছিল প্রতিহত করতে হামলা চালান। হামলার মুখে ছাত্র-জনতার মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনায় ৩ আগস্ট ‘জামালপুরে বিক্ষোভকারীদের আগ্নেয়াস্ত্র হাতে ধাওয়া করা দুজন ছাত্রলীগের নেতা-কর্মী’ শিরোনামে প্রথম আলোর অনলাইন এবং পরের দিন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।