মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশন এলাকায় চট্টগ্রামমুখী তেলের ট্যাংকারবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে রেলস্টেশনটির ডাউন-আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজনের মধ্যে একজন মাইক্রোবাসের চালক আবদুস সালাম। অপরজন মাইক্রোবাসটির একজন নারী যাত্রী। প্রাথমিকভাবে আহত নারীর নাম জানা যায়নি।
শমশেরনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, অরক্ষিত রেলক্রসিং দিয়ে মাইক্রোবাসটি রেললাইন অতিক্রম করছিল। এমন সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলের ট্যাংকারবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের চালক ও এক যাত্রী আহত হয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শমশেরনগর রেলস্টেশনের সহকারী মাস্টার উত্তম দেব বলেন, ওই রেলক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ। তারপরও প্রতিবন্ধক খুঁটি সরিয়ে মাইক্রোবাসটি পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।