সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মোটরসাইকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব থেকে ঢাকার উত্তরায় ফিরছিলেন ব্যবসায়ী রিংকু মিয়া (৪০)। অন্ধকার মহাসড়কে ছোট-বড় গর্ত ও বালুর ছড়াছড়ি। সেসব গর্ত ও বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে সড়কেই প্রাণ হারিয়েছেন তিনি। গতকাল সোমবার রাতে উপজেলার কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত রিংকু ঝিনাইদহ সদর উপজেলার শৈলকুপা এলাকার হাশেম মিয়ার ছেলে। স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি ঢাকার উত্তরায় থাকতেন। পুলিশ জানিয়েছে, ব্যবসার কাজ শেষে তিনি মোটরসাইকেলে তারাব থেকে গাউছিয়া হয়ে উত্তরায় ফিরছিলেন।

ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ওমর ফারুক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ব্যবসায়ী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কোনো যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে সড়কজুড়ে কিছু গর্ত ও সড়কের ওপর বালু ছিল। পথে গর্ত দেখে মোটরসাইকেলের গতি কমাতে গিয়ে বালুর কারণে পিছলে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।