পরশুরামে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ডেকে নিয়ে মারধর

হামলা
প্রতীকী ছবি

ফেনীর পরশুরামে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তারেক হোসেনকে (৩৫) ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বক্সমাহমুদ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

তারেক হোসেন এর আগে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় বক্সমাহমুদ বাজারের একজন ব্যবসায়ী। বর্তমানে তারেক হোসেন ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিলের ভাষ্য, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক হোসেন তাঁর নিজ দোকানে বেচাকেনা করছিলেন। এ সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের চার থেকে পাঁচজন নেতা-কর্মী তারেককে ডেকে দোকানের বাইরে নিয়ে যান। পরে তারেককে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এ সময় বাজারের লোকজন বিষয়টি দেখলেও ভয়ে কেউ এগিয়ে যাননি। পরে হামলাকারী ব্যক্তিরা তারেককে ফেলে সেখান থেকে চলে গেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
হামলার বিষয়টি পরশুরাম থানা-পুলিশকে অবহিত করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন ইব্রাহিম খলিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি মো. ইয়াছিন মজুমদার বলেন, তিনি বিষয়টি শুনেছেন, তবে এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত ছিলেন না। বিএনপির নিজেদের স্থানীয় বিরোধে প্রতিপক্ষের হামলায় ওই স্বেচ্ছাসেবক নেতা আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, তিনি লোকমুখে হামলার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছেন, তবে পুলিশ সেখানে কাউকে পায়নি। স্থানীয় লোকজনও হামলাকারীদের বিষয়ে কিছু জানাতে পারেননি। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।