আশুলিয়ায় কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা, রয়েছে অতিরিক্ত পুলিশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। আজ রোববার আশুলিয়ার নরসিংহপুর এলাকায়
ছবি: প্রথম আলো

বেতন বাড়ানোর দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনের পর আজ রোববার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া, বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, ওই এলাকার শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করছেন। সড়কের বিভিন্ন স্থানে এবং বেশ কয়েকটি কারখানার সামনে মোতায়েন রয়েছে পুলিশ। কয়েকটি স্থানে সড়কের পাশে অপেক্ষারত শ্রমিকদের পুলিশ কারখানায় চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে জলকামান।

আরও পড়ুন

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) আশুলিয়ার কোথাও কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

জামগড়া এলাকার একটি পোশাক কারখানার নিরাপত্তারক্ষী মো. আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সকাল ৮টা থেকে কারখানায় কাজ শুরু হয়েছে। সবাই কাজ করছেন। কোনো ঝামেলা নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার সুপারভাইজার বলেন, যখন অন্য কারখানার শ্রমিকেরা আন্দোলন করেছিলেন, তখনো তাঁদের কারখানায় কাজ হয়েছে। যখন সবাই ছুটি দিয়েছিল, তখন তাঁদের কারখানাতেও ছুটি দেওয়া হয়েছিল। এখন কাজ চলছে।

আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১–এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের প্রথম আলোকে বলেন, আশুলিয়ার কারখানাগুলোতে যথাসময়ে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত আশুলিয়ার কোনো এলাকায় বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন