আদমদীঘিতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক ২

হামলা করে পালানোর সময় স্থানীয় জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে
ছবি: প্রথম আলো

বগুড়ার আদমদীঘিতে আবদুর রশিদ (৬০) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে হেলমেট পরা দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে উপজেলার বাহাদুরপুর গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় আহত মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আবদুর রশিদ উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের বাহাদুরপুর গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।

হামলায় হেলমেট ও মাস্ক পরে পাঁচ দুর্বৃত্ত অংশ নেয়। ঘটনা ঘটিয়ে পালানোর সময় উপজেলার বিহিগ্রাম বাজারে জনতা মোটরসাইকেলসহ হেলমেট বাহিনীর দুই সদস্যকে আটক করে আদমদীঘি থানা-পুলিশের কাছে সোপর্দ করে। তাঁরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার বড়োনায় গ্রামের হাফিজ মণ্ডল (৪৫) ও পার নওগাঁর শাহানুর হোসেন (২১)। সম্প্রতি রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলামকে একই কায়দায় হামলা করা হয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কয়েকজন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আদমদীঘির বাহাদুরপুর গ্রামের মাছ ব্যবসায়ী আবদুর রশিদ প্রতিদিনের মতো বাহাদুরপুর গ্রামের পাশে তাঁর মাছ চাষের পুকুর দেখভাল করছিলেন। এ সময় হেলমেট ও মাস্ক পরে তিনটি মোটরসাইকেলে এক দল দুর্বৃত্ত বাহাদুরপুর গ্রামে গিয়ে আবদুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা তাঁকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীরা বিহিগ্রাম বাজার হয়ে পালানোর সময় স্থানীয় জনতা একটি মোটরসাইকেলসহ দুই হামলাকারীকে আটক করে। এ সময় অন্যরা দ্রুত পালিয়ে যায়।

আবদুর রশিদের স্বজনেরা তাঁর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় হামলার ব্যাপারে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।