মাদারীপুরে ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুরের ডাসারে বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমানের বাড়িতে হামলা চালানো হয়েছে। রোববার বিকেলে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম খান্দলী এলাকায়
ছবি: প্রথম আলো

মাদারীপুরের ডাসারে বিএনপির নির্বাহী কমিটির উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান ওরফে খোকন তালুকদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম খান্দলী এলাকায় তাঁর গ্রামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে শনিবার বিকেলে ডাসার উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় বিএনপির কর্মসূচি চলার সময় ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আনিসুর রহমানসহ চারজনকে আটক করেছে ডাসার থানার পুলিশ।

এ ঘটনায় গতকাল মধ্যরাতে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেনের একটি মামলা করেন। ওই মামলায় আজ দুপুরে আনিসুর রহমানসহ বিএনপির চার নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হামলার অভিযোগ অস্বীকার করেছেন ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘গতকাল (শনিবার) বিএনপির কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে কথা বলায় এর প্রতিবাদ করে ছাত্রলীগ। এ কারণে ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের কয়েকজনের ওপর হামলা করেন। এর প্রতিবাদে আজ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়। তবে মিছিল থেকে বিএনপির এক নেতার বাসায় হামলা চালানোর যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। কে বা কারা ওই নেতার বাসার হামলা করেছেন, তা বলতে পারব না।’

পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মনিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ডাসারে বিএনপির এক কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলা হয়েছে। সন্ধ্যার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার সময় বাড়ির মালামাল তছনছ করা হয়েছে
ছবি: প্রথম আলো

ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, বিএনপি কর্মসূচি থেকে গতকাল ছাত্রলীগের ওপর হামলা চালানো হয়। এর প্রতিবাদে আজ ছাত্রলীগ প্রতিবাদ সভা ও মিছিল করেছে। কিন্তু কেউ কারও বাসাবাড়িতে হামলা চালাননি।

উপজেলা বিএনপির নেতা ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ ডাসার, কালকিনি উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ডাসার উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম খান্দলী এলাকায় গিয়ে শেষ হয়।

একপর্যায়ে মিছিল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনিসুর রহমানের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। খবর পেয়ে ডাসার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আনিসুর রহমানের ভাতিজা সরোয়ার হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে আমাদের বাড়িতে বোমা হামলা করেন। একপর্যায়ে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালান তাঁরা। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা আমার এক চাচি ও ভাবিকে ধাক্কা দেন। তাঁরা আমাদের বাড়ি তছনছ করেছেন।’

এদিকে খোকন তালুকদারের বাড়িতে হামলার প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী প্রথম আলোকে বলেন, ‘একটি ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আছেন আমাদের নেতা। আজ তাঁর বাসায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও লুটপাট চালান। আমরা কোন দেশে বসবাস করছি? কারও জীবনের নিরাপত্তা নেই।’