রাঙামাটিতে চলছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব

রাঙামাটির রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের হলরুমে আজ শনিবার পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

রাঙামাটিতে ‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানে পুষ্টি-প্রথম আলো আঞ্চলিক স্কুল বিতর্ক উৎসব শুরু হয়েছে। আজ শনিবার সকালে জেলা শহরের রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের হলরুমে জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এ উৎসবে জেলার ৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয় রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ।

বিতর্ক উৎসব উপলক্ষে খুব সকাল থেকেই বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে দয়াময়ী উচ্চবিদ্যালয়ে আসতে থাকে শিক্ষার্থীরা। সকাল সোয়া সাতটায় রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহসানুল হক সহপাঠীদের নিয়ে জড়ো হয় রানী দয়াময়ী উচ্চবিদ্যায়ের বারান্দায়। শিক্ষার্থীদের এ উৎসব নিয়ে নানা কৌতূহল। আজ ছিল স্কুল ছুটির দিন। সকাল নয়টা শুরু হয় নিবন্ধন।

সকাল সোয়া ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষাবিদ অঞ্জলিকা খীসা। এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক। উৎসব শুরু হওয়ার পর রানী দয়াময়ী উচ্চবিদ্যালয় হলরুম ছিল উৎসবমুখর।

রাঙামাটিতে পুষ্টি–প্রথম আলো বিতর্ক উৎসবের কুইজ প্রতিযোগিতা চলছে। আজ রাঙামাটি রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের হলরুমে
ছবি: প্রথম আলো

বিতর্ক উৎসব উদ্বোধনের পর বিতার্কিকদের নির্ধারিত বিষয়ের ওপর পক্ষে-বিপক্ষে বক্তব্য-যুক্তি উপস্থাপন ও যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে উৎসব জমে ওঠে। সকাল থেকে দুপুর পর্যন্ত একসঙ্গে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা দেড়টার দিকে বিতর্ক উৎসবের প্রথম ও দ্বিতীয় পর্ব শেষ হয়।

বিতর্ক উৎসবের উদ্বোধক বলেন, ‘বিতর্ক হলো আর্ট। সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে বক্তব্য উপস্থাপন করা অনেক কঠিন কাজ।’

দ্বিতীয়বারের মতো সারা দেশে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশের ৩৫টি জেলা ও রাজধানীতে ৫টি অঞ্চলে বিতর্ক উৎসব হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রচার সহযোগী হিসেবে আছে নাগরিক টেলিভিশন।