আওয়ামী লীগ নেতা ইসতিয়াক রহমান বলেন, এমদাদুর রহমান ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। তিনি ফেসবুকে তাঁকে ও সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সংসদ সদস্য মুহিবুর রহমানকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। এ কারণে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করার পর এমদাদুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।