ফরিদপুরে নতুন করে রুবেল-বরকতের সৃষ্টি হয়েছে: নিক্সন চৌধুরী

আজ রোববার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো

ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনের সংসদ সদস্য মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরী বলেছেন, ফরিদপুরে দানবের পতন হয়েছে, স্বৈরাচারী মোশাররফের পতন হয়েছে। তাঁর সঙ্গে পতন হয়েছিল বরকত, রুবেল, ফোয়াদের মতো টেন্ডারবাজদের। কিন্তু ফরিদপুরে আবার রুবেল-বরকত তৈরি হয়েছে, তাঁরা নতুন করে টেন্ডারবাজি শুরু করেছেন।

আজ রোববার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন নিক্সন চৌধুরী। তিনি বলেন, নতুন বরকত–রুবেলরা এলজিইডিতে টেন্ডারবাজি শুরু করেছেন। কেউ শিডিউল কিনলে তাঁকে ধমক দিয়ে টেন্ডার নিয়ে নেওয়া হচ্ছে।

যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নিক্সন চৌধুরী আরও বলেন, ‘শেখ হাসিনা ফরিদপুরে শুদ্ধি অভিযান শুরু করে দানবসহ বরকত-রুবেলদের পতন ঘটিয়েছেন।

বর্তমানে যাঁরা বরকত-রুবেল হয়েছেন, তাঁরা জানেন না সেদিন শেখ হাসিনার অভিযান ছিল পার্ট-ওয়ান অভিযান। তিনি দ্বিতীয় অভিযানও শুরু করতে পারেন। কেননা, নতুন করে টেন্ডারবাজ বা দানব সৃষ্টির জন্য শেখ হাসিনা সেদিন অপারেশন করেননি।’

২০২০ সালের ৭ জুন ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফের বাড়ি থেকে তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দুই সহোদর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়। এর দুই দিন পর খন্দকার মোশাররফ ঢাকায় চলে যান।

সভায় বক্তব্য দেন নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী। তিনি বলেন, ‘প্রশাসন গিয়ে আমার নির্বাচন করে দিয়ে আসবে তা আমি ঘুণাক্ষরেও মনে করি না। আমার শক্তি জনগণ। ফরিদপুরে হঠাৎ কী হয়ে গেল। টেন্ডারবাজিতে বিস্মিত হচ্ছি। আমার এলাকার লোক টেন্ডার জমা দিলে তাঁদের ধমক দেওয়া হয়, প্রত্যাহার করে নিতে বলে। এ অবস্থা চলতে থাকলে নগরকান্দায় গিয়ে কাউকে কাজ করতে দেব না। এই হুমকি–ধমকি বন্ধ করুন।’

সভায় পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ‘আমরা জনপ্রতিনিধিদের নির্দেশনা অনুযায়ী কাজ করব। সবাই মিলেমিশে কাজ করব। যাঁরা সন্ত্রাসী কাজে মদদ দেন, ইন্ধন দেন, তাঁদের ব্যাপারে সতর্ক থাকব। আমরা এক থাকলে কেউ অন্যায় কিছু করতে পারবে না।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার বলেন, পদ্মা সেতু হওয়ার পর ভাঙ্গা মাদকের ট্রানজিট হয়ে গেছে। এ মাদক নিয়ন্ত্রণ করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার, প্রবীণ শিক্ষক ও সাংবাদিক মো. শাহজাহান, নারীনেত্রী আসমা আক্তার প্রমুখ।