লক্ষ্মীপুরে বাজারে দেখা মিলল বিরল প্রজাতির ‘গিটার ফিশ’

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। গিটারের মতো দেখতে মাছটির ওজন প্রায় ১০ কেজি। লম্বায় প্রায় আড়াই ফুট। দেহ চ্যাপটা আকৃতির ও গায়ের রং বাদামি বা ধূসর। মাছটি ‘গিটার ফিশ’ নামে পরিচিত বলে জানান লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় ব্যবসায়ী মো. মহসিনের মাছের ঢালায় বিরল প্রজাতির গিটার মাছটি দেখা যায়। ওই দিন মেঘনা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। বাজারে আনার পর থেকেই উৎসুক লোকজন মাছটি দেখতে ভিড় করেন। মেঘনায় এর আগে কোথাও এ ধরনের মাছ পাওয়া যায়নি।

মাছ ব্যবসায়ী মো. মহসিন বলেন, প্রতিদিনের মতো গতকাল বিকেলে তিনি কমলনগর উপজেলার মাতাব্বরহাট মাছঘাটে ইলিশ কিনতে যান। সেখানে ঘাটের দুলাল ব্যাপারীর বাক্সে দুর্লভ প্রজাতির মাছটি দেখে ভালো দামে বিক্রি করার আশায় ৪ হাজার টাকায় মাছটি কিনে নেন তিনি। কিন্তু বাজারে আনার পর থেকে কেনার জন্য কেউই দাম জানতে চাননি। পরে মাছটি কেটে কেজি দরে বিক্রি করেন।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এটি মূলত হাঙর গোত্রের সামুদ্রিক মাছ। তবে হাঙরের মতো ভয়ংকর নয়। বাংলাদেশে মাছটি বিরল। এ মাছ গিটার মাছ নামে পরিচিত। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানির টানে মাছটি মেঘনা নদীতে এসে জেলেদের জালে ধরা পড়েছে।