চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় লেগুনাচালক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক লেগুনাচালক নিহত হয়েছেন। তাঁর নাম বিকাশ আচার্য্য। আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিকাশ আচার্য্য সুলতানা মন্দির এলাকার বাসিন্দা। হাইওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। একই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের বড় ভাই আশিস আচার্য্য প্রথম আলোকে বলে, তাঁর ভাই একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের বহনে নিয়োজিত লেগুনা চালাতেন। আজ সকালে লেগুনাটি সুলতানা মন্দির বাসস্ট্যান্ডের সামনে রেখে লেগুনার পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁর ভাই। এ সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা তাঁর ভাইসহ লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর ভাই মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিও জব্দ করা হয়েছে।