বঙ্গবন্ধুকে নিয়ে এক তরুণের দৃষ্টিনন্দন শিল্পকর্ম

১০ হাজার ধাতব মুদ্রায় তৈরি বঙ্গবন্ধু প্রতিকৃতির পাশে শিল্পী সাজ্জাদ হোসাইনছবি: সংগৃহীত

কাঠের ফ্রেমের ওপর থরে থরে সাজানো হয়েছে এক টাকার ধাতব মুদ্রা। একটি-দুটি নয়, পুরো ফ্রেমের ওপর সাজিয়ে রাখা হয়েছে ১০ হাজার মুদ্রা। কিছুটা দূরে দাঁড়িয়ে ফ্রেমটির দিকে তাকালেই বোঝা যায়, সেখানে ফুটে উঠেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। আট ফুট উচ্চতা আর ছয় ফুট প্রস্থের বিশাল এই প্রতিকৃতি বানিয়েছেন কক্সবাজারের রামুর তরুণ সাজ্জাদ হোসাইন (২২)।

বন্ধুবান্ধব, পরিচিতজন আর আশপাশের মুদিদোকান থেকে সাজ্জাদ এসব মুদ্রা সংগ্রহ করেছেন। প্রতিকৃতিটি ১২টি ভাগে ভাগ করা। অনেকটা টাইলসের মতো সব কটি অংশ একসঙ্গে কাঠের ফ্রেমে জোড়া লাগানো। বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি তৈরি করতে সাজ্জাদের সময় লেগেছে প্রায় দুই বছর।

১০ হাজার ধাতব মুদ্রা জোড়া লাগিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করছেন সাজ্জাদ হোসাইন
ছবি: সংগৃহীত

রামুর পূর্ব মেরুংলোয়া গ্রামে সাজ্জাদের বাড়ি। তাঁর বাবা হাফেজ আহমদ রূপালী ব্যাংকের রামু শাখায় চাকরি করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সাজ্জাদ বড়। ২০১৫ সালে তিনি কক্সবাজার কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউনট্যান্টস (এসিসিএ) বাংলাদেশের অধীন এসিসিএ পড়ছেন।

সাজ্জাদদের একতলা পাকা বাড়ি। বাড়ির ভেতরে সাজ্জাদের কক্ষে ঢুকতেই দেয়ালে সাজানো বঙ্গবন্ধুর একাধিক নান্দনিক ছবি ও প্রতিকৃতি নজর কাড়ে। এর মধ্যে বালু, ধান, ক্যাসেটের ফিতা ও পেরেক দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়েছেন।

সাজ্জাদ জানান, সব কটি শিল্পকর্ম তিনি নিজ হাতে গড়েছেন। ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুগ্ধতা জন্মায় সাজ্জাদের। এর পর থেকে বঙ্গবন্ধুকে জানতে আগ্রহী হন তিনি। একসময় বঙ্গবন্ধুকে নিয়ে ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই এসব শিল্পকর্মের পরিকল্পনা তাঁর মাথায় আসে।

কাঠের বোর্ডে পেরেক পুঁতে তৈরি করা বঙ্গবন্ধুর নান্দনিক প্রতিকৃতি
ছবি: সংগৃহীত

কয়েন দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির কারণ জানতে চাইলে সাজ্জাদ বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে দেশকে দাঁড় করানোর কঠিন দায়িত্ব বঙ্গবন্ধু নিজের কাঁধে নিয়েছিলেন। বঙ্গবন্ধুর আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই তিনি এ শিল্পকর্ম তৈরি করেছেন। শিল্পকর্মটি বিশ্ববাসীর নজরে আনতে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

বঙ্গবন্ধুকে নিয়ে সাজ্জাদের আরও যত শিল্পকর্ম

হার্ডবোর্ডের ওপর কয়েক হাজার পেরেক পুঁতে সাজ্জাদ ‘দ্য ম্যান অব ওয়ার্ল্ড’ নামে একটি প্রতিকৃতি তৈরি করেছেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেশ কয়েকবার এসেছিলেন। বঙ্গবন্ধুর ভ্রমণের সঙ্গে মিল রেখে সৈকতের বালু দিয়ে বানিয়েছেন আরেকটি প্রতিকৃতি। এ ছাড়া ক্যাসেটের ফিতা, বাংলা বর্ণমালা, চা–পাতা ও সোনালি আঁশ দিয়েও দিয়ে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন তিনি।

ধান দিয়ে তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতি
ছবি: সংগৃহীত

ছবি আঁকার বিষয়ে সাজ্জাদের প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নেই। তবে ছোটবেলা থেকেই ছবি আঁকা ও প্রতিকৃতি তৈরির প্রতি আগ্রহ ছিল তাঁর। বছর চারেক ধরে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কাজ শুরু করেছেন। সাজ্জাদ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করতে গিয়ে অনলাইনে ও ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। এসব অনলাইন ক্লাস ও ইউটিউবে রাশিয়া, ইতালি, আমেরিকা ও ভারতের নামকরা শিল্পীদের কাছে অনেক কিছু শিখেছি।’

গত ছয় মাসে ছবি বিক্রি করে এক লাখ টাকার বেশি আয় করেছেন বলে জানান সাজ্জাদ। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের তিনি ছবি আঁকা শেখাচ্ছেন। কিশোর ও তরুণ প্রজন্ম যেন মাদকের দিকে ধাবিত না হয়, সে জন্য তিনি তাদের সৃজনশীল কাজের মধ্যে যুক্ত করতে চান। আর নিজের পড়াশোনা শেষে সাজ্জাদ অর্থায়নবিষয়ক পরামর্শক হতে চান। তবে এর পাশাপাশি শখের আঁকাআঁকি ও শিল্পকর্ম তৈরির কাজ চালিয়ে যেতে চান তিনি।