ফরিদপুরে বাড়ি থেকে বের হয়ে ১০ দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

মো. আবদুল্লাহ আল মামুন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে ১১ বছর বয়সী এক শিশু ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। মো. আবদুল্লাহ আল মামুন নামের ওই শিশু মধুখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত দারুল এহসান মাদ্রাসার শিক্ষার্থী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মো. আবদুল্লাহ আল মামুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামের মো. জালাল শেখের ছেলে। সে তার মামাবাড়ি মধুখালীর পশ্চিম গন্ধারদিয়া গ্রামে থেকে মাদ্রাসায় পড়াশোনা করত।

নিখোঁজ আবদুল্লাহর মামা মো. জসিম শেখ বলেন, আবদুল্লাহ ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধুখালী আসার জন্য নিজ বাড়ি বোয়ালমারী থেকে বের হয়। কিন্তু সে মধুখালী আসেনি। বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। পরে ১৪ ফেব্রুয়ারি বোয়ালমারী থানায় তার মা নার্গিস বেগম জিডি করেছেন। আবদুল্লার গায়ের রং ফরসা। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের ট্রাউজার ও শীতের জ্যাকেট।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, মাদ্রাসায় শিশুদের মারা হয়। শিশুটি বাড়িতে এসে আর মাদ্রাসায় যেতে চায়নি। কিন্তু পরিবারের চাপে তাকে বাড়ি থেকে মাদ্রাসায় যেতে হয়েছে। মনের ক্ষোভ থেকে সে কোথাও পালিয়ে থাকতে পারে। তবে শিশুটি মুঠোফোন ব্যবহার করে না। বিভিন্নভাবে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।