ফ্যাশনে এবারের ঈদপোশাকের ট্রেন্ড

আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় মডেলদের ক্যাটওয়াক। আজ সন্ধ্যায় চট্টগ্রাম নগরের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতেছবি: জুয়েল শীল

ঈদ সমাগত। পোশাকে নতুন ট্রেন্ড কী চলছে, ডিজাইনাররা কেমন পোশাক এবার বাজারে আনছেন, এসবের খোঁজে নেমে পড়েছেন অনেকেই। চট্টগ্রামের ফ্যাশনপ্রেমী ও ফ্যাশন ডিজাইনার—দুই পক্ষকেই আজ শুক্রবার সন্ধ্যায় পাওয়া গেল এক ছাদের নিচে।

চট্টগ্রামে একঝাঁক তরুণ ডিজাইনারদের নিয়ে নগরের পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউর মেজবান হলে চলছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদফ্যাশন প্রতিযোগিতা। সন্ধ্যা সাতটায় সুরের ঝরনাধারা আর ছন্দের মিতালিতে মঞ্চ আলোকিত হয়। কত্থকের তালে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এরপর আলোঝলমলে মঞ্চে ওঠেন উপস্থাপক ইমতু রাতিশ। প্রতিযোগিতার নানা কলাকৌশল ও উদ্যমী ডিজাইনারদের পরিচয় করিয়ে দেন তিনি।

আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় মডেলদের ক্যাটওয়াক। আজ সন্ধ্যায় চট্টগ্রাম নগরের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে
ছবি: জুয়েল শীল

সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত আছেন নানা পেশার আমন্ত্রিত অতিথিরা। মূল অনুষ্ঠান শুরুর আগেই অতিথিতে পূর্ণ হয়ে যায় মিলনায়তন। অতিথিদের কেউ খোশগল্পে মশগুল, আবার কেউ ছিলেন সেলফি তুলতে ব্যস্ত।

১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে প্রথম আলো। এবার ২৩তম আসর। এতে নিজেদের ব্যতিক্রমী পোশাক ও নকশায় ঈদের আমেজ তুলে ধরছেন প্রতিযোগীরা। প্রতিযোগিতায় ছয়টি বিভাগে ৩৮ জন ডিজাইনারের ২২৮টি পোশাক জমা পড়েছে। এর মধ্যে প্রাথমিক বাছাই শেষে ৪২টি পোশাক চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। আলোঝলমলে মঞ্চে দ্যুতি ছড়ানো রংবাহারি এসব পোশাক পরে হাজির হচ্ছেন মডেলরা।

এবার ফিউশনধর্মী পোশাক নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তরুণ ডিজাইনার মো. হোসাইন রাফায়াত। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘রহস্য’। রাফায়াত জানান, প্রথম আলোর এ আয়োজনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন। তবে প্রস্তুতি ছিল অনেক আগে থেকেই। তিনি নকশায় ঐতিহাসিক স্থাপনার কারুকার্য ফুটিয়ে তোলেন। এর মধ্যে রয়েছে হ্যান্ড পেইন্ট, কারচুপি ও অ্যাপ্লিকের কাজ।

আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় মডেলদের ক্যাটওয়াক। আজ সন্ধ্যায় চট্টগ্রাম নগরের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে
ছবি: জুয়েল শীল

২০১৬ সাল থেকে পোশাকের নকশা ও কেনাবেচা করছেন ফারিহা হাসিন। তাঁর অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের নাম ‘নীলাম্বরী’। ফারিহাকেও পাওয়া গেল অনুষ্ঠানে। তিনি জানান, হ্যান্ড পেইন্ট, কারচুপি, ব্লকের কাজ করেন তিনি। নকশায় নতুনত্ব আনার চেষ্টা করেন। তাঁর ভিন্নধর্মী পোশাকের সুনাম রয়েছে। অবশেষে তাঁর নকশা করা পোশাক দেখানোর সুযোগ হলো। এতে আনন্দিত তিনি।

এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে জিপিএইচ ইস্পাত লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ। সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। রূপচর্চা সহযোগী পারসোনা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, প্রতিবছর ঈদফ্যাশন অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন চট্টগ্রামের ফ্যাশনপ্রেমীরা। অনেক খ্যাতিমান ডিজাইনারের উত্থান এ আসর থেকে। কিন্তু করোনার মহামারির কারণে দুই বছর প্রতিযোগিতা হয়নি। এরপর আরও দুই বছর প্রতিযোগিতা না হয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছর আবার প্রতিযোগিতার আসর বসল।

নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। আজ সন্ধ্যায় চট্টগ্রাম নগরের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে
ছবি: জুয়েল শীল

বক্তব্যের পর বিশ্ব নারী দিবস উদ্‌যাপন করেন অতিথিরা। মুঠোফোনের আলো জ্বালিয়ে ক্ষণটিকে স্মরণীয় করে রাখেন।

প্রতিযোগিতায় এবার বিচারক হিসেবে আছেন খ্যাতনামা ডিজাইনার রওশন আরা চৌধুরী, আইভি হাসান, এইচ এম ইলিয়াস, সুলতানা নূরজাহান ও আশরাফুল ইসলাম। কোরিওগ্রাফার হিসেবে আছেন বুলবুল টুম্পা।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের অন্যতম বৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির সদস্যদের পরিবেশনা। থাকবেন চরকি প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীন, অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ ছাড়া ‘কথা কইয়ো না’ গেয়ে শোনাবেন অভিনেতা ও শিল্পী এরফান মৃধা।