রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
রংপুরে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে একটি ইকোপার্কের মালিক বাদী হয়ে এই মামলা করেন। আজ রোববার গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
গঙ্গাচড়া থানার ওসি আল ইমরান প্রথম আলোকে বলেন, মামলার বাদী গ্রিন সিটি ইকোপার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়া। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে নাহিদকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গঙ্গাচড়ার পূর্ব খলেয়ায় একটি নির্মাণাধীন পার্ক কর্তৃপক্ষের কাছে নাহিদ হাসান খন্দকার এক লাখ টাকা এককালীন ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছেন। মামলায় নাহিদের নাম উল্লেখসহ তাঁর সঙ্গে জড়িত অজ্ঞাত ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ভিডিওতে শোনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের সঙ্গে এক ব্যক্তির টাকা নিয়ে দর–কষাকষি হচ্ছে। নাহিদের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠার পর তাঁকে সংগঠন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে এসব অভিযোগ শুরু থেকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন নাহিদ হাসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের কয়েকজন নেতা ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভিডিওর ওই কথোপকথনের ঘটনা ২৪ ফেব্রুয়ারির। রংপুর নগরের হাজিরহাট এলাকায় একটি ইকোপার্কের নামে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ভিডিওর কথোপকথনে নাহিদ আরেক ব্যক্তিকে উদ্দেশ করে বলেন, ‘ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনি চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে সময় নেন। আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনও–ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন, তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো, সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।’
গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটি এক বিজ্ঞপ্তি দিয়ে নাহিদকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ও সদস্যসচিব রহমত আলী স্বাক্ষরিত অব্যাহতি আদেশে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।