২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশির মৃত্যু, লাশ হস্তান্তর

লাশপ্রতীকী ছবি

ভারতে অনুপ্রবেশের সময় দুর্ঘটনায় মারা যাওয়া রেজাউল করিম (৩৮) নামের এক বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বিএসএফের কাছ থেকে তাঁর লাশ গ্রহণ করেন।

বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের অধিনায়ক এ এম কামরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রেজাউল করিম শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুস সাত্তার। রেজাউল পেশায় পল্লিচিকিৎসক ছিলেন।

বিএসএফের বরাত দিয়ে বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশি সাত নাগরিক ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীঘলবাগ এলাকার সীমান্ত পথ দিয়ে কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতের সীমানায় অনুপ্রবেশ করেন। এ সময় কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে ছয়জন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু রেজাউল করিম নামের একজন একটি কালভার্ট পার হওয়ার সময় পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় পানিতে তলিয়ে যান। তখন বিএসএফের সদস্যরা তাঁকে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথকেয়ার সেন্টারে ভর্তি করলে ওই দিনই সেখানে তিনি মারা যান। পরে বিএসএফ কর্তৃপক্ষ ভারতের একটি হাসপাতালে লাশের ময়নাতদন্ত করে। এরপর বিজিবির কাছে হস্তান্তরের জন্য যোগাযোগ করা হয়। সে অনুযায়ী আজ বেলা একটার দিকে বিজিবির নেত্রকোনা-৩১ ব্যাটালিয়ন, দুর্গাপুর থানা–পুলিশ ও রেজাউলের পরিবারের সদস্যরা বিজয়পুর সীমান্ত দিয়ে রেজাউলের লাশ গ্রহণ করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘বেলা একটার দিকে আমরা লাশ গ্রহণ করেছি। এরপর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুনরায় ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পুনরায় ময়নাতদন্ত শেষে লাশটি তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’